×

জাতীয়

বেনাপোলে সাতটি সোনার বারসহ ২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১২:০৩ পিএম

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে শুক্রবার  সকালে আবারো সাতটি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এনিয়ে গত দুই দিনে ১৫টি সোনার বারসহ চার পাচারকারীকে আটক হয়েছে। আটকরা হচ্ছেন- ঢাকা জেলার ধনিয়া উপজেলার মিজানুর রহমান ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাহবুব আলম। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে এরা সোনা পাচার করে  আসছিল দীর্ঘদিন ধরে। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী মিজানুর রহমান ও মাহবুব আলমকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো সাতটি সোনার বার জব্দ করা হয়। জব্দ সোনার মূল্য ৪২ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। জব্দ সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। তবে কিভাবে আটক ব্যক্তিরা কাস্টমের তল্লাশিকেন্দ্র পার হয়ে গেল তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App