×

পুরনো খবর

কালাইয়ে দেড় মণ ওজনের কষ্টিপাথর উদ্ধার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১০:১৬ পিএম

জয়পুরহাটের কালাইয়ে দেড় মণ ওজনের একটি কষ্টিপাথরের প্লেট পাওয়া গেছে। আজ শুক্রবার শাইলগুন গ্রামের বাগার পুকুর এলাকায় ইলিয়াস কবিরাজের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা কষ্টিপাথরের ওই প্লেট উদ্ধার করে কালাই পুলিশ। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী সেলিমপুর গ্রামের কতিপয় কষ্টিপাথর চোরাচালানি চক্র বেচা-কেনার সময় এলাকাবাসী জেনে গেলে পাথরের প্লেট ফেলে রেখে এলাকা থেকে পালিয়ে যায়। খবরটি লোকমুখে ছড়িয়ে পড়ায় স্থানীয় মাত্রাই ইউপির চেয়ারম্যান রাতেই বিষয়টি কালাই থানাকে জানান। কালাই থানার ওসি সুমন কুমার রায়ের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন আজ শুক্রবার কষ্টিপাথরের প্লেটটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি (তদন্ত) সুমন কুমার রায় জানান, প্রাথমিক অবস্থায় কষ্টিপাথরের প্লেটটি কি মূর্তি তার পরিচয় ও মূল্য নির্ধারণ করা যায়নি। প্লেটটির পরিচয় ও মূল্য নির্ধারণের জন্য রাজশাহী বরেন্দ্র যাদুঘরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App