×

খেলা

আত্মজীবনী লিখছেন মিতালি রাজ

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১০:৩২ পিএম

ক্রীড়া ডেস্ক : সাম্প্রতিক সময়ে যেন আলোচনা পিছু ছাড়ছে না ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে। বেশ কয়েক দিন ধরে কোনো না কোনোভাবে প্রায় প্রতিদিনই গণমাধ্যমের সংবাদের শিরোনাম হচ্ছেন ভারতের এই সুন্দরী নারী ক্রিকেটার। কয়েক সপ্তাহ আগেও পোশাক বিতর্কে জড়িয়ে ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। অবশ্য ওই ঘটনার পরে পোশাকের ডিজাইন পরিবর্তন করে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সমালোচকদের শান্ত করেছিলেন ৩৪ বছর বয়সী এই নারী ক্রিকেটার। তবে এবার তিনি আলোচনায় এসেছেন অন্য কারণে। শুক্রবার একটি অনুষ্ঠানে মিতালি রাজ জানিয়েছেন নিজের আত্মজীবনী বের করার ইচ্ছে রয়েছে তার। নিজের ইচ্ছের বাস্তব রূপ দেয়ার জন্য ইতোমধ্যে আত্মজীবনী লেখার কাজ শুরু করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই তার আত্মজীবনীমূলক বইয়ের মোড়ক উন্মোচন হবে বলে জানান এই ভারতীয় নারী ক্রিকেটার। নিজের আত্মজীবনী প্রকাশ করা সম্পর্কে মিতালি জানান, তার খুব ইচ্ছে নিজের জীবনের অপ্রকাশিত ঘটনাগুলো ভক্তদের

[caption id="attachment_1262" align="aligncenter" width="551"] আত্নজীবনীতে ভক্তদের সামনে জীবনের অপ্রকাশিত কথাগুলো তুলে ধরবেন মিতালি রাজ[/caption]

জানানোর। মূলত এ জন্য আত্মজীবনী বের করার চিন্তাটা মাথায় এসেছে। তা ছাড়া আগামী বছরের মধ্যেই যাতে বইটি বের করা যায় সে লক্ষ্যে ইতোমধ্যেই বই লেখার কাজ অনেকখানি এগিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। বর্তমান ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জন্ম ভারতের রাজস্থানে। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল তার। তা ছাড়া ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এবং ২০০৬ সালে একই দলের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই নারী ক্রিকেটারের। দেশের হয়ে এখন পর্যন্ত ১৮৬টি ওয়ানডে ম্যাচে ৬১৯০ রান করেছেন তিনি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নানান প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে মিতালি রাজকে। এখন দেখার বিষয় নিজের আত্মজীবনীতে ভক্তদের সামনে জীবনের অপ্রকাশিত বিষয়গুলোকে কীভাবে তুলে ধরেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App