×

আন্তর্জাতিক

৩০ বছর পর সৌদি চ্যানেলে নারী সংগীত শিল্পীর গান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১০:৪৩ এএম

৩০ বছর পর আবারও সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেখা গেল প্রখ্যাত আরব গায়িকা উম্মে কুলতুমের চেহারা, সাধারণ মানুষ আবারও শুনলো তার সুরেলা কণ্ঠ। কট্টর ধর্মীয় অনুশাসনের কারণে এত দিন তিনি নিষিদ্ধ ছিলেন চ্যানেলটিতে। চলমান নিষেধাজ্ঞা সত্তেও চ্যানেলটিতে তার সংগীত সম্প্রচার করা দেশটির সাম্প্রতিক ধর্মীয় সামাজিক সংস্কারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে দিয়ে আড়াই যুগ পর আবারও নারী সংগীত শিল্পীর গান শুনল দর্শকরা। উম্মে কুলতুম ইব্রাহীম-মধ্যপ্রাচ্যের এ বিখ্যাত নারী শিল্পী ১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন মিশরে এবং ১৯৭৫ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পুরো আরব বিশ্বে তিনি কিংবদন্তী নারী সংগীত শিল্পী হিসেবে পরিচিত। আরবে গত শতাব্দীর সবচেয়ে প্রভাব বিস্তারকারী শিল্পী হিসেবে বিবেচনা করা হয় তাকে। গত মঙ্গলবার সুকণ্ঠী এ গায়িকাকে উৎসর্গ করে তার কনসার্টের একটি ভিডিও সম্প্রচার করে সৌদি চ্যানেল আল-থাক্বাফিয়া। সৌদি নারীদের গাড়ী চালানোর অনুমতির আদেশ জারির পরপরই নারী শিল্পীর সংগীত প্রচার হল রাষ্ট্রীয় চ্যানেলে। আরব সংবাদ মাধ্যম সাবক জানায়, অশ্লীল সংগীত কথা ও শারীরিক অঙ্গভঙ্গি মুক্ত হওয়ায় দীর্ঘদিন পর নারী শিল্পী হিসেবে আবারও কুলতুমকেই বেছে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তারা জানাচ্ছে, ভবিষ্যতে অন্যান্য বিশিষ্ট নারী সংগীত শিল্পীদেরও ফিরিয়ে আনা হবে টেলিভিশনের পর্দায়। এ ছাড়াও কঠোর ওয়াহাবি মতবাদের কারণে সেখানে কিছু নির্দিষ্ট ধরণের সংগীত নিষিদ্ধ। ১৯৭৯ সালে মক্কার ক্বাবাকে ঘিরে গ্র্যান্ড মসজিদ দখল করে নিয়েছিল চরমপন্থী বিদ্রোহীরা, এ ঘটনার সময় টেলিভিশনে নারী সংগীত শিল্পীদের নিষিদ্ধ করে সৌদি সরকার। যার মাধ্যমে সৌদি সমাজে উদারনৈতিক সংস্কৃতির বিস্তার হচ্ছিল বলে ধরে নেয়া হয়েছিল। ইসলামের কঠোর ওয়াহাবী ব্যাখ্যা কিছু ধরণের সঙ্গীত নিষিদ্ধ করেছে। ধর্মীয় কট্টরপন্থীদের চরম বিরোধিতা সত্ত্বেও সৌদি সরকার নাগরিকদের জন্য মিউজিক কনসার্টসহ ধীরে ধীরে কিছু বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে। দেশটিতে এখনো সিনেমা হল ও থিয়েটার প্রদর্শনী নিষিদ্ধ। সূত্র: দ্য নিউ আরব নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App