×

জাতীয়

সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে ডিজিটাল পার্লামেন্ট দরকার: স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ০৯:০৩ পিএম

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে ডিজিটাল পার্লামেন্ট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বৃহস্পতিবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে সার্ক স্পিকারস এন্ড পার্লামেন্টারিয়ান্স এসোসিয়েশনের ৮ম কনফারেন্সের সাধারণ অধিবেশনে ‘প্রমোটিং পার্লামেন্টারি ডিপ্লোমেসি এন্ড অপেন পার্লামেন্ট ইন দ্যা এজ অফ ডিজিটালাইজেশন’ শীর্ষক এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে সূচনা বক্তব্য রাখেন সার্ক স্পিকারস এসোসিয়েশনের বিদায়ী প্রেসিডেন্ট ও মালদ্বীপের স্পিকার আব্দুল্লা মাসিহ মোহামেদ এবং শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করছে উল্লেখ করে স্পিকার বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ ধাপে ধাপে ইনটারনেট সুবিধার আওতায় এসেছে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্পিকার বলেন, বাংলাদেশের পার্লামেন্টের ওয়েবসাইটের মাধ্যমে জনগণ এখন সংসদের ও সংসদীয় কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছে। এছাড়াও সংসদ টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষ সরাসরি সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করতে পারে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদীয় কূটনীতি একটি নতুন মাত্রা। সংসদের সকল কার্যক্রম ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসতে বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে। সার্ক স্পিকার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দ্বার উম্মুক্ত বলেই সংসদীয় কূটনীতি আরো জোরদার হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হুইপ শহীদুজ্জামান সরকার ও সাগুফতা ইয়াসমিন এমিলি, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও সৈয়দা সায়রা মহসীন এবং জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। -বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App