×

বিনোদন

শুক্রবার গঙ্গা-যমুনা উৎসব শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ০১:০৮ পিএম

গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের উদ্যোগে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৭’। ৬ অক্টোবর শুরু হয়ে উৎসব শেষ হবে ১৫ অক্টোবর। ভেন্যু হিসেবে থাকছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল। এতে ঢাকার ২৫টি নাট্যদল, ভারতের ৩টি ও শিল্পকলা একাডেমির প্রযোজনাসহ ২৯টি দলের নাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি উন্মুক্ত মঞ্চে থাকছে ৬৩টি সংগঠনের আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথনাটক। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব থাকছে প্রতিদিন বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটক। সদ্যপ্রয়াত কলকাতার অনীক নাট্যদলের প্রধান নাট্যজন অমলেশ চক্রর্বতীর উদ্দেশ্যে উৎর্সগ করা হয়েছে এ উৎসব। শুক্রবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৭’ উদ্বোধন করবনে বরেণ্য নাট্যশল্পিী আলী যাকের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরো থাকবেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন উৎসব পর্ষদের সদস্য সচিব নাট্যজন আকতারুজ্জামান। সভাপতিত্ব করবেন আহ্বায়ক গোলাম কুদ্দুছ। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডশেন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৭’ উদযাপিত হবে। উদ্বোধনী সন্ধ্যায় প্রধান মিলনায়তনে মঞ্চায়ন হবে প্রাচ্যনাটের নাটক ‘সার্কাস সার্কাস’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রাঙ্গণেমোরের ‘কনডেম সেল’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে লোক নাট্যদলের (বনানী) নাটক ‘বৈকুণ্ঠের খাতা’। পরের দিনগুলোতে মঞ্চস্থ হবে ধাবমান, যযাতি, মৃত্যুক্ষুধা, বর্ণ পরিচয়, গহন যাত্রা, তোমার আমি, যাদুর লাটিম, কমলা সুন্দরী, হ্যামলেট, পাইচো চোরের কিচ্ছা, নদ্দিউ নতিম, দ্য জুবলি হোটেল, কোর্ট মার্শাল, শাদী পয়গাম, গহর বাদশা ও বানেছা পরী, চম্পাবতী, গালিভারের সফর, কঞ্জুস, মুক্তি, প্রথম পার্থ, শকুন্তলা, মহাজনের নাও, অনিকেত সন্ধ্যা, সুরগাঁও, দমের মাদার ও প্রীতিলতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App