×

জাতীয়

যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তারা শিক্ষক নামের কলঙ্ক: শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ০৮:৩০ পিএম

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষক সমাজের একটি অংশ পথভ্রষ্ট হয়ে নিজ পেশার তাৎপর্য ও মহত্ব ভুলে গিয়ে কোচিং, টিউশনি, ক্লাসে না পড়ানো, প্রশ্নপত্র ফাঁস করাসহ নানা অপকর্মে যুক্ত হচ্ছেন। তারা শিক্ষক নামের কলঙ্ক। মন্ত্রী এসব শিক্ষক নামধারীদেরকে এ মহান পেশা ছাড়ার আহ্বান জানান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। তিনি বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি মহান ব্রত। এ পেশার মহান অবস্থান ও মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশফাক উদ্দিন আহমেদ বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকরা মানুষ তথা জাতি গড়ার কারিগর। শিক্ষক যেমনভাবে স্বপ্ন দেখবেন তথা দেখাবেন, শিক্ষা দেবেন, ভবিষ্যৎ প্রজন্ম সেভাবেই গড়ে উঠবে। -বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App