×

খেলা

দিল্লির অ্যাম্বাসেডর জ্যাকুলিন ফার্নান্দেজ

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১১:৪৭ পিএম

ক্রীড়া ডেস্ক :  অভিনয়ের পাশাপাশি সুন্দরী অভিনেত্রীরা আরো নানা পেশায় যুক্ত হন। এর মধ্যে মডেলিং অন্যতম। তবে বেশ কয়েক বছর ধরে অভিনয় এবং মডেলিং ছাড়াও গান গাওয়া কিংবা কোনো নামি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার প্রচলনও শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে অভিনয় কিংবা মডেলিং জগতের সুন্দরী রমণীদের দেখা যাচ্ছে ক্রিকেট, ফুটবল অথবা অন্য কোনো জনপ্রিয় টুর্নামেন্টে বিভিন্ন দলের অ্যাম্বাসেডর নিযুক্ত হতে। এই সুন্দরী নারীরা যে দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন সে দলের জার্সি পরে গ্যালারিতে উপস্থিত থেকে দলের খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি সমর্থকদের মনোরঞ্জন করারও চেষ্টা করে থাকেন।   [caption id="attachment_1065" align="aligncenter" width="670"] অনিন্দ্য সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ[/caption] তা ছাড়া অ্যাম্বাসেডর হিসেবে তাদের আরেকটা কাজ হলো সংশ্লিষ্ট ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে দলের প্রচারণার কাজে অংশ নেয়া। ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে বলিউডের অনেক সুন্দরী অভিনেত্রীকেই বিভিন্ন দলের হয়ে অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করতে দেখেছে দর্শকরা। এতদিন পর্যন্ত নিজেকে এ কাজ থেকে দূরে রাখলেও এবার অ্যাম্বাসেডর হিসেবে নাম লিখিয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে কোনো ক্রিকেট টুর্নামেন্টে নয়, লাস্যময়ী এই বলিউড অভিনেত্রী অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্ডিয়ান সুপার লিগে। ফুটবলে ভারতকে এগিয়ে নেয়ার জন্য চার বছর আগে যাত্রা শুরু করা জনপ্রিয় এই লিগে খেলেন বিশ্বের নাম করা অনেক ফুটবলার। এ বছর চতুর্থ আসরের পর্দা উঠবে ইন্ডিয়ান সুপার লিগের। আর এই লক্ষ্যে ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে এ টুর্নামেন্টে অংশ নেয়া ক্লাবগুলো। দল গোছানোর সঙ্গে সঙ্গে ক্লাবের জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রচারণার কাজটিও চলছে সমান তালে। আর সে লক্ষ্যে প্রচারণার জন্য সুন্দরী নারীদের দলে ভেড়ানোর চেষ্টা করছে দলগুলো। তবে সুন্দরী অ্যাম্বাসেডর নিয়োগের দিক দিয়ে এই মৌসুমে এগিয়ে আছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল দিল্লি ডাইনামস। কেননা বর্তমান সময়ে বলিউডের অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। আর জ্যাকুলিন ফার্নান্দেজও এরকম বড় একটি টুর্নামেন্টে দিল্লি ডাইনামসের মতো বড় ক্লাবের অ্যাম্বাসেডর হতে পেরে যথেষ্ট খুশি। এ বিষয়ে এ আবেদনময়ী অভিনেত্রী জানান, অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে কখন কাজ শুরু করবেন এ ব্যাপারে প্রচন্ড উত্তেজিত তিনি। এখন দেখার বিষয় সিনেমার পর্দার বাইরে অ্যাম্বাসেডর হিসেবে কতটা সফল হন জ্যাকুলিন ফার্নান্দেজ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App