×

খেলা

ওয়ানডে দলে নাসির, সাইফ উদ্দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ০৭:৪৯ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন দুই অলরাউন্ডার। তারা হলেন নাসির হোসেন ও সাইফ উদ্দিন। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে ১৫ অক্টোবর।
নাসির বছরের প্রথমভাগে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। আর টি-টুয়েন্টি খেলেছেন সেই ২০১৬ সালের মার্চে, ছোট ফরম্যাটের বিশ্বকাপে। এরপর অস্ট্রেলিয়া সিরিজে টেস্টে ফিরলেও সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে আবার বাদ পড়েন।
গত বছর দেশের মাটিতে বিশ্বকাপে তৃতীয় হওয়া অনূর্ধ্ব-১৯ দলের অপরিহার্য অংশ ছিলেন সাইফ উদ্দিন। দুটি টি-টুয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামা হয়নি।
এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। অর্ধশতক ৬টি, ব্যাটিং গড় ৩৩.৪০। উইকেট ৫১টি। ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ব্যাটিং গড় ২৫, উইকেট নিয়েছেন ৩৬টি।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং সাইফ উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App