×

খেলা

উরুগুয়ে-প্যারাগুয়েকে নিয়ে বিশ্বকাপ আয়োজনে ইচ্ছুক আর্জেন্টিনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১২:৫২ পিএম

সামনেই রাশিয়া বিশ্বকাপ। প্রতিটি দল ব্যস্ত ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিতে। তবে এরই মধ্যে ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে এক অনুষ্ঠানে তিন দেশের প্রেসিডেন্ট একসঙ্গে উপস্থিত থেকে এই ঘোষণা দেন। প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস বলেছেন, ‘অনেক দেশই ঐতিহাসিক বিশ্বকাপের আয়োজক হতে চাইবে। কিন্তু প্রথম বিশ্বকাপের আয়োজক হিসেবে উরুগুয়ে এই আয়োজনের স্বাগতিকতা দাবি করতেই পারে। আমরাও উরুগুয়ের সঙ্গে আছি।’ ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রক্রিয়া শুরু হবে ২০২১ সালে। তবে এর আগেই দেশ তিনটি এর জন্য প্রস্তুত থাকতে চায়। আর এ বিষয়ে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার পরিকল্পনার প্রস্তুতিমূলক প্রথম বৈঠক হবে নভেম্বরের প্রথম সপ্তাহে- যোগ করেন কার্টেস। উল্লেখ্য, ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের প্রথম আসরের স্বাগতিক ছিল উরুগুয়ে। সেই আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App