×

খেলা

অবশেষে ওয়ানডে দলে ডাক পেলেন মুমিনুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১০:২১ পিএম

মুমিনুল হক শেষ কবে ওয়ানডেতে খেলেছেন, মনে পড়ে কি? ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে মেলবোর্নে। টেস্টে খেললেও এর পর আর লাল-সবুজ জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি বাঁ-হাতি ব্যাটসম্যানের। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে যে তাকে বাংলাদেশ একাদশে দেখা যাবে, তা-ও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার পরও দলে সুযোগ পাওয়াটা আশার আলো দেখাচ্ছে! দীর্ঘদিন পর হয়তো আবারও লাল-সবুজ জার্সিতে ২২ গজের ময়দানে দেখা যেতে পারে মুমিনুলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজ বৃহস্পতিবার বাংলাদেশ দল ঘোষণা করা হয়। তবে প্রথম ধাপের ঘোষিত ১৫ সদস্যর দলে ছিলেন না মুমিনুল হক। রাত ৮টার দিকে বিসিবি থেকে পাঠানো দল ঘোষণার দ্বিতীয় সংবাদ বিজ্ঞপ্তিতে মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়টা জানানো হয়। ফলে বাংলাদেশের ১৫ সদস্যের দল পরিণত হলো ১৬-তে। দলের সঙ্গে মুমিনুল এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। সিরিজের প্রথম টেস্টে তার ব্যাট থেকে আসে ৭৭ ও ০ রান। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান ২৪টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App