×

জাতীয়

হাসপাতালের ফ্রিজে ওষুধের সঙ্গে মাছ-মাংস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ১০:৪৯ পিএম

নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অপরিচ্ছন্নতার দায়ে নগরীর একটি বেসরকারি ক্লিনিককে তিন লাখ টাকা জরিমানা এবং ওই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদিকে নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নগরীর চট্টেশ্বরী রোডের কসমোপলিটন হাসপাতাল ও হালিশহরের হিউম্যান ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন জানান, হাসপাতালটির অপারশেন থিয়েটারটির পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। এছাড়া অপরাশেন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ, লেভেলবিহীন ওষুধ, নিষিদ্ধ ইনজেকশন পাওয়া গেছে, যেগুলো হাসপাতালের রোগীদের অপারেশনে ব্যবহার করা হতো। হাসপাতালের ফার্মেসিতেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং ফার্মেসিতে যে ফ্রিজে রক্ত রাখা হয়েছে সেই একই ফ্রিজে রাখা হয়েছে মাছ, মাংস ও আইসক্রিম। এসব অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন অথচ সেখানে ডাক্তার নেই। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অপারেশন চালানো হচ্ছে। এছাড়া অভিযান চালানো ডায়াগনস্টিক সেন্টারটিতে মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। এছাড়া রেডিওলজি টেকনিশিয়ানদের কোনো প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদ পওয়া যায়নি। ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজেও বিভিন্ন ওষুধের সঙ্গে মাংস রাখা হয়েছিল। ওই প্রতিষ্ঠানটিকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App