×

জাতীয়

যশোর জেনারেল হাসপাতালে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ০৪:৫০ পিএম

যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগের ১১৩ নম্বর কক্ষে আগুন লাগে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী তাসলিমা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বহির্বিভাগের ১১৩ নম্বর কক্ষে ডাক্তার লুৎফুন্নাহার লাকি রোগী দেখছিলেন। এসময় হঠাৎ ডাক্তারের চেয়ারের পেছনে ধোঁয়া দেখা যায়। এসময় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম কামরুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর শুনে আমি ফায়ার সার্ভিসে খবর দিই। নিচে এসে দেখি ফায়ার সার্ভিসের লোকজন এসে গ্যাস দিয়ে আগুন নেভাচ্ছেন। ফায়ার সার্ভিস যশোরের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ১২টা ২৬ মিনিটে খবর পাই হাসপাতালে আগুন লেগেছে। আমি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে হাজির হই এবং গ্যাস দিয়ে আগুন নিভিয়ে ফেলি। ধারণা করা হচ্ছে, আইপিএসয়ের সাথে বৈদেশিক শটসার্কিটের কারণে আগুন লাগে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App