×

খেলা

বোমা ফাটালেন শেবাগ!

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ১১:২৩ পিএম

ক্রীড়া ডেস্ক : আগামী শনিবার থেকে ভারতের মাটিতে বিরাট কোহলিদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে সফরকারী অস্ট্রেলিয়া। কয়েক দিন আগেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে স্টিভেন স্মিথের দল। ভারতের মাটিতে স্বাগতিকদের কাছে লজ্জাজনকভাবে সিরিজ হারার পর থেকে প্রতিনিয়ত দেশ-বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের তীব্র সমালোচনার শিকার হচ্ছেন অজি ক্রিকেটাররা।

তবে অস্ট্রেলীয় ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের বিষয়টিকে এবার ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ। ভারতের মাটিতে অজিদের লজ্জাজনক হারের পেছনে আইপিএলের প্রভাবের কথা উল্লেখ করে শেবাগ বলেন, মাঠে অজি ক্রিকেটারদের অন্যতম অস্ত্র স্লেজিং, যা তারা এবার করতে পারছে না। আর এর মূলে রয়েছে আইপিএল। কেননা মাঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্লেজিং করলে আইপিএলে তাদের দল পাওয়া এবং মাঠে নামার ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে। যে কারণে তারা মাঠে ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করা থেকে বিরত রয়েছেন এবং এর সুবিধা নিচ্ছেন কোহলিরা। তা ছাড়া অজিদের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং মিডল অর্ডারে যথেষ্ট অভিজ্ঞ ব্যাটসম্যানের অনুপস্থিতিকেও দায়ী করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App