×

খেলা

বদলা নিলেন হালেপ

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ১০:৪৯ পিএম

ক্রীড়া ডেস্ক : চায়না ওপেনের তৃতীয় রাউন্ডে মারিয়া শারাপোভাকে হারিয়ে হলেও বদলা নিলেন রোমানিয়ান টেনিস তারকা সিমিওনে হালেপ। ইউএস ওপেনে প্রথম রাউন্ডেই হালেপকে হারিয়েছিলেন শারাপোভা। সেই জেদ ধরেই এ টুর্নামেন্টে রাশিয়ান তারকাকে পাত্তাই দেননি হালেপ। শারাপোভাকে ৪-২, ৪-২ গেমের সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন হালেপ। এ ছাড়া পুরুষদের এককে আর্জেন্টাইন তারকা হুয়ান ডেল পোর্তোকে ৭-৬ (৮-৬), ৬-৫ গেমের সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন বুলগেরিয়ান টেনিস সেনসেশন গ্রিগর দিমিত্রভ। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রবার্তো অগাস্তো কোনো প্রতিযোগিতা ছাড়াই তৃতীয় রাউন্ডে জয় নিশ্চিত করেন। ইনজুরির কারণে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী বেডিনি ৬-০, ৪-০ সেটে হারেন। এদিকে জার্মান তরুণ প্রতিদ্বন্দ্বী জাভারেভকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়স। ৬ অক্টোবর ড্রেসিসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল লড়বেন কিরগিয়স। চায়না ওপেনের আসরে কোয়ার্টার ফাইনালে উঠতে তেমন কষ্ট করতে হয়নি হালেপকে। শারাপোভার বিপক্ষে ম্যাচ শেষে হালেপ বলেন, এটা খুব ভালো ম্যাচ ছিল। আমি ক্যারিয়ারের সেরা ম্যাচ খেললাম শারাপোভার বিপক্ষে। তার বিপক্ষে এটা আমার প্রথম জয়। আমি এ আনন্দ ধরে রাখতে পারছি না। ম্যাচ শেষে হালেপের প্রশংসায় শারাপোভা বলেন, আমি মনে করি হালেপ দুর্দান্ত একটি ম্যাচ খেলেছেন। আমার বিপক্ষে মুখোমুখি ম্যাচগুলোর মধ্যে এটা তার সেরা পারফরমেন্স ছিল। এ ম্যাচে হালেপ তার সর্বোচ্চ শক্তি দিয়ে খেলেছেন। জয়টা তারই প্রাপ্য ছিল। টেনিস র‌্যাঙ্কে দ্বিতীয় স্থানে থাকলেও ৫ মাস আগে শেষবার শিরোপার দেখা পেয়েছেন রোমানিয়ান টেনিস সুন্দরী হালেপ। তবে এটাই তার সর্বোচ্চ টেনিস র‌্যাঙ্কিং। এ বছর মাদ্রিদ ওপেনে শিরোপা ঘরে তুলেছিলেন তিনি। মাত্র চার বছর বয়সে টেনিস ক্যারিয়ার শুরু করেন তিনি। ক্যারিয়ারে এখনো গ্র্যান্ডস্লামের স্বাদ পাননি এ টেনিস তারকা। বছরের শুরুটা ভালো হয়নি তার। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিতে হয়েছে হালেপকে। মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে ব্রিটিশ তারকা জোহান্না কন্তার বিপক্ষে হারেন তিনি। ইতালিয়ান ওপেনে ফাইনালের দেখা পেলেও জয় করতে পারেননি শিরোপা। দুর্ভাগ্য বললেই চলে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হেরে বিদায় নেন তিনি। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোহান্না কন্তার বিপক্ষে এ বছর দ্বিতীয়বার হারেন হালেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App