×

খেলা

নতুন কোচ বায়ার্ন, সবুজ সংকেত গার্দিওলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ০১:৩৪ পিএম

বায়ার্ন মিউনিখে স্বর্ণ যুগ পার করেছেন পেপ গার্দিওলা। ১৬১ ম্যাচে পেপ গার্দিওয়লার শিষ্যরা ১২১ ম্যাচ জিতেছে। হেরেছে মাত্র ১৯টিতে। অন্যদিকে কার্লো আনচেলত্তি ৬০ ম্যাচে বায়ার্নকে ৪২ জয়ের স্বাদ দিয়েছেন। ৯ ড্র ও হার রেকর্ডবুকে লেখা আছে। পেপ গার্দিওলার বায়ার্নে ফেরার সম্ভাবনা নেই। তবে নিজের প্রাক্তন ক্লাবের জন্য কোচ ঠিক করে দিচ্ছেন গার্দিওলা! বায়ার্নের পছন্দে দিয়েছেন সবুজ সংকেত। চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে বায়ার্ন মিউনিখের হারের পর ৫৮ বছর বয়সি আনচেলত্তিকে বরখাস্ত করে বায়ার্ন মিউনিখ। রিয়াল মাদ্রিদের প্রাক্তন বস বায়ার্নের দায়িত্ব নিয়ে বেশিদিন টিকতে পারেননি। এক বছরের মধ্যেই তাকে বরখাস্ত করা হয়েছে। বায়ার্নের জন্য নতুন কোচ খুঁজে পেয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বায়ার্ন মিউনিখের সভাপতি উল হোসেন্স পেপ গার্দিওয়ালকে নিজের পছন্দ জানান। মঙ্গলবার মিউনিখের এক রেস্তোরায় হোসেন্সের সঙ্গে দেখা করেন গার্দিওলা। আমরা খেলা নিয়ে নিজেদের কথা শেয়ার করেছি। তাকে জিজ্ঞেস করেছি আমাদের পরবর্তী কোচ কে হতে পারে। সেও আমাকে সাহায্য করেছে।’-বলেছেন বায়ার্ন সভাপতি। বায়ার্ন মিউনিখ নতুন কোচের নাম ঘোষণা করেনি। তবে বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন কোচ টমাস টাখেল ও হফেনহেইমেসের জুলিয়ান নাগেলসম্যানের নাম বেশি শোনা যাচ্ছে। এ লড়াইয়ে আবার এগিয়ে টমাস নাখেল। আনচেলত্তির জায়গায় তারই আসার সম্ভাবনা বেশি। গার্দিওলা টমাস টাখেলকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন! তার সঙ্গে গার্দিওয়লার সম্পর্কও জমাট। এক বছর আগে বায়ার্নের ডিরেক্টর মাইকেল রেসকি জানিয়েছেন, ২০১৪ সালের ডিসেম্বরে টাখেলকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন গার্দিওলা। গার্দিওলা টাখেলকে নিয়োগ দেওয়ার পাশাপাশি দল পুনর্গঠনে তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বায়ার্ন সভাপতিকে । এদিকে গণমাধ্যমের দাবি, নাগেলসম্যানের বয়স ও অভিজ্ঞতা না থাকায় তার প্রতি সবুজ সংকেত দেননি গার্দিওলা। ৩০ বছর বয়সি নাগেলসম্যান প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মৌসুমে ট্রেনিং করাচ্ছেন। আনচেলত্তির বিদায়ের পর বায়ার্ন কোচের দায়িত্ব পালন করছেন আনচেলত্তির সহযোগী হিসেবে কাজ করা উইলি স্যাগনল।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App