×

খেলা

টি-টেন মাতাবেন সাকিব

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ১১:২৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেট প্রথম আত্মপ্রকাশ করেছিল ২০০৩ সালে। যার দুই বছর পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এত দিন পরিচিত ছিল টি-টোয়েন্টি ক্রিকেট। চার-ছক্কার দর্শনীয় সব শটে ভরপুর এই ফরম্যাট নিয়ে মাতোয়ারা ছিল সবাই।

[caption id="attachment_830" align="aligncenter" width="725"] কোচ হাথুরুসিংহের সঙ্গে সাকিব আল হাসান[/caption]

এবার তার চেয়েও ভিন্ন কিছু আসতে যাচ্ছে ক্রিকেটে! টি-টেন ফরম্যাটের এই ক্রিকেট লিগ আসবে ডিসেম্বরেই! যাতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান! খেলবেন ‘বুমবুম’ খ্যাত শহীদ আফ্রিদিও। এ ছাড়া থাকবেন বীরেন্দ্র শেবাগ, কুমার সাঙ্গাকারা ও মিসবাহ উল হকের মতো সাবেক তারকারা! ১০ ওভার ফরম্যাটের এই লিগে ম্যাচের স্থায়িত্ব হবে মোট ৯০ মিনিট। শারজায় এ নিয়ে জানানো হয় সব আনুষ্ঠানিকতা। ক্রিকেটকে আরো দর্শক আকর্ষণ করতেই এমন পরিকল্পনার কথা জানান লিগের সভাপতি সালমান ইকবাল, অনেকেই রাস্তায় বা অলিগলিতে এই ১০ ওভারের ক্রিকেট খেলে থাকে। তাই এই ফরম্যাটকে দর্শকরা আরো উপভোগ করবে বলেই বিশ্বাস। তাই এটা হবে বড় পদক্ষেপ। দল কিনে নিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। ডিসেম্বরে মাঠে গড়াবে এই টি-টেন টুর্নামেন্ট। ২১-২৪ ডিসেম্বর চার দলের এই আসর অনুষ্ঠিত হবে। এ মাসের শেষের দিকে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চারটি দল নির্বাচন করা হবে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App