×

খেলা

মরকেলের জায়গায় প্রোটিয়া দলে প্যাটারসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ০৭:৩৩ এএম

কাগজ অনলাইন প্রতিবেদক : মরনে মরকেলকে যে আর সামলাতে হচ্ছে না বাংলাদেশি ক্রিকেটারদের এটা নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। পেশির চোটে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ৩২ বছর বয়সি পেসার। প্রশ্ন ছিল তার জায়গায় কে ঢুকেন দক্ষিণ আফ্রিকা দলে। মরকেলের জায়গায় আনকোরা ড্যান প্যাটারসনকে দলে অন্তর্ভূক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। দেশের জার্সিতে ৪ টি টি-টুয়েন্টি খেললেও কখনো টেস্ট বা ওয়ানডে খেলা হয়নি প্যাটারসনের। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেদের পেস আক্রমন সাজানো নিয়ে বড়ই বিপাকে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। একের পর এক ইনজুরি গ্রাস করে চলেছিল তাদের। ডেল স্টেইন পুরোপুরি ফিট হতে পারেন নি সময়মতো। ভারনন ফিল্যান্ডারেরও একই অবস্থা। অন্য দিকে চোটে পড়ে পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসও যোগ হন স্টেইন-ফিল্যান্ডারদের দলে। তারপরও প্রথম টেস্টে মরনে মরকেল, কাগিসো রাবাদাকে খেলতেই হিমসিম খেয়েছে টাইগার ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে রাবাদা ও মরকেল ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে রাবাদা ৩টি ও মরকেল নেন ২ উইকেট। মরকেল দ্বিতীয় ইনিংসে আরো সফল হতে পারতেন। ইনিংসে প্রথম ওভারেই তামিম ইকবাল ও মুমিনুল হককে শূন্য রানে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু নিজের ষষ্ঠ ওভার করতে এসে পেশিতে টান পড়ে তার। চতুর্থ দিন বোলিংই করতে পারেননি। মাঠে নামা হয়নি টেস্টের পঞ্চম দিনও। স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে আঘাতটা তার গুরুতর। তাই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। পুরো বাংলাদেশ সিরিজেই আর এখন খেলা হবে না তার। এমনকি নভেম্বরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম ফ্র্যাঞ্চইজি টি-টুয়েন্টি লিগ- ‘টি-টুয়েন্টি গ্লোবাল লিগেও’ প্রথম দুটি ম্যাচে অনিশ্চিত মরকেল। মরকেলের জায়গায় ডাক পাওয়া প্যাটারসন দেশের হয়ে যে ৪টি টি-টুয়েন্টি খেলেছেন সেগুলোতে তার উইকেট সংখ্যা মোট ৫টি। এবছরই জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ৮৫টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা এই ফার্স্ট বোলারের উইকেট সংখ্যা ২৮৫টি। ৫২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নিয়েছেন ৬৯ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App