×

আন্তর্জাতিক

পৃথিবীতে ৪ কোটি ৭০ লাখ মানুষ স্মৃতিভ্রম রোগে আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ০৬:৪১ এএম

কাগজ অনলাইন ডেস্ক : পৃথিবীজুড়ে সাড়ে চার কোটি সত্তর লাখ মানুষ স্মৃতি ভুলে যাওয়ার রোগে ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয়ে থাকে, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগ। এ রোগের ফলে মানুষের স্মৃতি, বিচার, বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, যুক্তি, হিসাব করার ক্ষমতা লোপ পায়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। ডব্লিওএইচও আরও জানায়, পৃথিবীতে মৃত্যুঘাতী রোগের মধ্যে প্রথম সারিতেই রয়েছে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম। প্রতি বছর নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন এক কোটি মানুষ। আগামী২০৩০ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হতে পারে সাড়ে সাত কোটি এবং ২০৫০ সালে তা বেড়ে হতে পারে ১৪ কোটিরও বেশি। এক পরিসংখ্যানে ডব্লিওএইচও জানায়, শুধুমাত্র ডিমেনশিয়ার চিকিৎসা সংক্রান্ত কারণে বছরে বিভিন্ন দেশের সম্মিলিত অর্থব্যয় হয় ৮১ হাজার ৮০০ কোটি টাকা! সাধারণভাবে ৬০ বছরের বেশি বয়সের লোক এই রোগে আক্রান্ত হন বেশি। প্রতি ১০০ জন ষাটোর্ধ্বের মধ্যে পাঁচ থেকে আট জন ভোগেন এই সমস্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App