×

আন্তর্জাতিক

‘মার্কিন কুটিল নীতির বলি রুশ জেনারেল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৫ এএম

রাশিয়া দাবি করেছে, মার্কিন কুটিল নীতির কারণে সিরিয়ায় রুশ জেনারেল ভ্যালারি অ্যাসাপোভ নিহত হয়েছেন। রবিবার রাতে দেইর আল-জাওর এলাকায় ইসলামিক স্টেট(আইএস)’র মর্টারের গোলায় নিহত হন সিরিয়ায় মোতায়েন রুশ সামরিক উপদেষ্টাদের মধ্যে শীর্ষ পর্যায়ের এ সেনা কর্মকর্তা। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকোভ রুশ জেনারেলের নিহত হওয়ার ঘটনাকে সিরিয়ায় মার্কিন ভণ্ডামিপূর্ণ নীতির কারণে রাশিয়ার দেয়া চড়া রক্তমূল্য হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, আইএসকে নির্মূলের চেষ্টা করছে বলে মার্কিন পক্ষ দাবি করছে। কিন্তু মার্কিন  কিছু কিছু তৎপরতা থেকে বোঝা যাচ্ছে যে ওয়াশিংটন উল্টা কাজ করছে। আইএস নির্মূলের চেয়ে ভূরাজনৈতিক লক্ষ্যেই ওয়াশিংটনের কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেও জানান  তিনি। তিনি আরো বলেন, মস্কো চায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে মার্কিন বক্তব্য যেন দেশটির কর্ম তৎপরতার উল্টা হয়ে না দাঁড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App