×

পুরনো খবর

শিশুদের শরণার্থী জীবন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৪১ এএম

[caption id="attachment_285" align="aligncenter" width="702"] সহিংসতার কারণে মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে এসেছে প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা। শরণার্থীদের মধ্যে প্রায় দুই লাখ শিশু রয়েছে। ছবিটি বুধবার উখিয়ার লম্বাবিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম[/caption]   [caption id="attachment_292" align="aligncenter" width="1024"] ঝুড়িতে করে মায়ের সঙ্গে মিয়ানমার থেকে এসেছে শিশুটি। শাহপরীর দ্বীপ থেকে মঙ্গলবার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম[/caption]   [caption id="attachment_291" align="aligncenter" width="1024"] ত্রাণের কাপড় সংগ্রহ করেছে উখিয়ার থ্যাংখালী এলাকার সড়কের ধারে বসে আছে শিশুটি। ছবিটি বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম[/caption]   [caption id="attachment_290" align="aligncenter" width="1024"] রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্প খাবার পানির তীব্র সংকট রয়েছে। বুধবার উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম[/caption]   [caption id="attachment_289" align="aligncenter" width="1024"] বিপর্যস্ত রোহিঙ্গা শিশুদের জন্য জরুরি ভিত্তিতে সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইউনিসেফ। ছবিটি বুধবার উখিয়ার বালুখালী অস্থায়ী ক্যাম্প থেকে তোলা। ছবি: আশরাফুল আলম[/caption]   [caption id="attachment_288" align="aligncenter" width="1024"] শরণার্থীদের মধ্যে ৬০ শতাংশ শিশু। এই ছবিটি বুধবার উখিয়ার থ্যাংখালী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম[/caption]   [caption id="attachment_287" align="aligncenter" width="1024"] চিকিৎসা পেতে উখিয়ার বালুখালী অস্থায়ী ক্যাম্পে শিশুদের অপেক্ষা। বুধবার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম[/caption]   [caption id="attachment_286" align="aligncenter" width="1024"] তল্পিতল্পা নিয়ে যানবাহনের অপেক্ষায় এক শিশু। ছবিটি বুধবার উখিয়ার লম্বাবিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App