অমিতা বর্ধন
পৃথিবীটা এখন কালো আঁধারে ঢেকে গেছে
পৃথিবীটা এখন নরকের কারখানা
মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি
এটাই কি ছিল মানুষের দৃষ্টি?
নিজের স্বার্থকে মানুষ বড় করে দেখে
প্রমাণ করে তার কুৎসিত স্বভাবটাকে
ভয়ার্ত এখন আর্ত চিৎকারে
স্বাধীনতার নামে যত পরাধীনতা চলছে
সাধারণ মানুষের নিজস্ব চেতনা বিলুপ্ত হচ্ছে
এ পৃথিবীটা নিয়ে আর কি কিছু ভাবা যায়?
এ পৃথিবীটা এখন কালো আঁধার!