কাজী ওহিদ, মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে : মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী শেখ রনি আহম্মেদ রমজান উপলক্ষে কর্মহীন, দিনমজুর ও অতিদরিদ্র ২ হাজার ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। ব্যক্তিগত তহবিল থেকে ৩ দিন (শুক্র, শনি ও রবিবার) ননিক্ষীর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে তিনি এসব বিতরণ করেন।
খাদ্য সহায়তার মধ্যে ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, এক কেজি খেজুর ও এক কেজি মুড়ি ছিল। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রবিউল আলম সিকদার।
করোনা ভাইরাসের শুরুতে প্রথম ধাপে নিজ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে অসহায় ও অসচ্ছল ১ হাজার ৮০০ পরিবারের প্রত্যেকের মাঝে ২৫ কেজি চাউল ও ৩ কেজি ডাল বিতরণ করেন।