
বিনোদন প্রতিবেদক : করোনার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর চলচ্চিত্র জমাদানের মেয়াদ বাড়ানো হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দাবি, তুলনামূলক কম সাড়া পাওয়ায় এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদনের মেয়াদ বাড়ছে। তবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন দাবি করেছেন, করোনার কারণে নির্ধারিত সময়ে অনেকে চলচ্চিত্র জমা দিতে না পারায় মেয়াদ বাড়ানো হচ্ছে। এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে, প্রতিবারের মতো এ বছরও ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে তথ্য মন্ত্রণালয়। সেখানে চলচ্চিত্র জমাদানের শেষ তারিখ ছিল গত ৫ এপ্রিল। বিলম্বে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, এ প্রসঙ্গে মো. জসীম উদ্দিন বলেন, ‘জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে আমরা অফিস খোলার পর মিটিং করব। ওনাদের সঙ্গে বসে নতুন তারিখ ঠিক করব।’ সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহীদের উন্নতমানের প্রিন্টের ডিভিডি জমা দিতে হবে। তার আগে চলচ্চিত্র সেন্সর বোর্ড অফিস ও ওয়েবসাইট থেকে এর জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এবারো ২৮টি বিভাগে পুরস্কার দেয়া হবে।