মৃণাল বসুচৌধুরী
স্মৃতিময় মুহূর্তেরা পড়ে আছে খাটের ওপরে
পড়ে আছে অপমান অভিমানী কবিতার খাতা
প্রতীকী পাপোষ থেকে কারা যেন মায়ার সন্ন্যাসে
স্নায়ু ও শিরায় ঢুকে হতে চায় অলীক বিধাতা
হয়ত আতঙ্ক থাকে ভয়ালের দৃপ্ত পদপাতে
অদৃশ্য শত্রুর হাতে থাকে কিছু প্রাণঘাতী বাণ
মৃত্যুঞ্জয়ী মানুষের অলৌকিক ইতিহাস জানে
প্রতিটি সংকট তাকে প্রতিদিন করে শক্তিমান
যুদ্ধের নিয়ম মেনে চলো আজ দূরে দূরে থাকি
কালো মেঘ কেটে গেলে খুঁজে নেবো স্বপ্নের জোনাকি
১৯ এপ্রিল, ২০২০
১২৬ এ পি, জি, এইচ, শাহ রোড কলকাতা