মুহম্মদ নূরুল হুদা
মানুষের পক্ষে থাকে প্রায়শ মানুষ,
মানুষের বিপক্ষেও কখনো মানুষ;
নিজের বিপক্ষে নিজে যায় না কখনো,
শতভাগ নিজপক্ষ নিজেই মানুষ।
সুরক্ষা পোশাক পরে মুখেও মুখোশ,
মানুষ নিশ্চিত করে নিজের সন্তোষ;
‘মানুষ মুমূর্ষু একা’- জানালো করোনা;
অনঙ্গে অন্তর রাখো, শ্রীঅঙ্গ ধরো না।
ঘুরে ঘুরে ভালোবাসো, ধরো না আকার;
ভালোবাসা পুণ্যভাষা, নিত্য নিরাকার।
১৮ এপ্রিল, ২০২০
শান্তিবাগ, ঢাকা।