কাগজ প্রতিবেদক : রাজধানীর বেশিরভাগ এলাকাতেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মিলেছে। লকডাউন করা হয়েছে অর্ধশত এলাকারও বেশি। এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫ নং ওয়ার্ডের আবু সাঈদের বাজার এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ। কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার ওই এলাকায় একজন করোনা রোগী শনাক্ত করা হয়। পরে আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক ওই রোগীর ভবন, আশপাশের কিছু এলাকা ও সড়ক লকডাউন করা হয়েছে। ওই এলাকার মানুষকে মাইকিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার অনুরোধ করা হচ্ছে।