হাসান নাজমুল
কোথাও যাবে না পাওয়া স্পর্শহীন জনপদ,
মনের মাটিও আলগোছে ছুঁয়ে যায় কেউ,
নিপীড়িত হয় ফসলের ভূমি;
সূর্যের শাসনে বন্ধ হয় বরফের নিঃশ্বাস,
চাঁদেও পাঠানো হয় দুরন্ত শকট,
বঞ্চিত করার চরম চর্চায়-
মেতে ওঠে সব;
নির্জনতার দৌরাত্ম্যে নির্জন ভূমিও
নিঃশব্দে কেঁদে ওঠে বারবার;
নিঃস্ব অনুভূতির মাঝে-
কখনো নিজেই হয়ে ওঠে অদ্ভূত-আশ্চর্য ভূমি।