কাগজ প্রতিবেদক : ভারতের দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি জেলা নীলগিরির চায়ের নিলাম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। নভেল করোনা ভাইরাসের মহামারীর জের ধরে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করায় এ নিলাম বন্ধ করে দেয়া হয়েছে।
ফলে ৩০ মার্চ পর্যন্ত নীলগিরিতে কোনো নিলাম অনুষ্ঠিত হবে না। কনোড় টি ট্রেড এসোসিয়েশনের (সিটিটিএ) পক্ষ থেকে এ
বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে।
তামিলনাড়ুর পাহাড়ি জেলা নীলগিরি চা উৎপাদন ও বিপণনের জন্য পরিচিত। দক্ষিণ ভারতের একক জেলা হিসেবে এখানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়।
সিটিটিএর বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে লকডাউনের কারণে নীলগিরির নিলামঘরের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। ৩০ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরে পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।
নিলাম কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় চলতি বিপণন মৌসুমের ১৩তম নিলাম অনুষ্ঠিত হবে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।