কাগজ প্রতিবেদক : নীরবেই পালিত হলো জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে প্রতি বছর ব্যাপক কর্মসূচি নিলেও বাংলাদেশসহ বিশ^ব্যাপী মরণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার সব কর্মসূচি বাতিল করে সরকার। তবে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের জন্য ২০১৭ সালের ১১ মার্চ সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়। ওই বছর থেকে দিনটি জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। মুজিববর্ষ হওয়ায় এ বছর দিবসটি পালনে সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা বাতিল করা হয়।
১৯৭১ সালের এই দিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। উদ্দেশ্য ছিল, বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়া। এভাবে রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কোনো বাহিনীর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।