গিয়াস উদ্দিন রূপম
স্বাধীনতা জোছনা-আকাশ
শঙ্খচিলের ওড়া
সাঁঝমালতি, লালজবা আর
সূর্যমুখীর তোড়া।
স্বাধীনতা চৈতালি চাঁদ
¯িœগ্ধ সজল আঁখি
দূর নীলিমার সন্ধ্যাতারা
সোহাগ মাখামাখি।
স্বাধীনতা শান্ত দিঘি
শানবাঁধানো সিঁড়ি
পান-চিবানো রঙিন-দাদুর
বসতে দেয়া পিঁড়ি।
স্বাধীনতা উদাস দুপুর
রাখাল ছেলের বাঁশি
শিশিরভেজা সবুজ ঘাসে
বউটুবানি হাসি।
স্বাধীনতা চোখজুড়ানো
চপল প্রজাপতি
আটকে থাকা অচল গাড়ির
সচল চাকা-গতি।