আবেদীন জনী
একাত্তরের রক্তের নদী আমরা হয়েছি পার
লাল-সবুজের ছায়ায় গড়েছি মায়াভরা সংসার।
এদেশ আমার জীবনের ভিত, পরানের ডোরে বাধা
এদেশেই করি স্বপ্নের খোঁজ, এদেশেই হাসা-কাঁদা।
এখানে বাতাসে শস্যের ঘ্রাণ অবিরাম ভেসে আসে
কত যে শস্য গোলা ভরে তোলে কৃষকেরা বারোমাসে।
বৃষ্টিতে ভেজা, কড়া রোদে পোড়া তামাটে মুখের হাসি
দেখি কতবার ঝুরঝুর করে ঝরে পড়ে রাশি রাশি।
এখানে আমার চারপাশে যারা, সবাই আপনজন
এ মাটির বুকে অপার শান্তি, ফুরফুরে দেহ-মন।
পাখির কাকলি, নদী ছলছল, মাঝিদের ভাটিয়ালি
এইসব ফেলে ভিনদেশে গেলে বুক লাগে খালি খালি।
মনে পড়ে শুধু জননীর মতো বাংলার প্রিয় মুখ
জন্মেছি এই ব-দ্বীপের বুকে, এই ভেবে পাই সুখ।
বাঙালির আছে বীরের খেতাব, নির্ভয়ে পথ চলি
মুজিব আমার জাতির জনক, গরবের সাথে বলি।