আলী এরশাদ
জন্মশতবার্ষিকীতে জনক তোমায় শ্রদ্ধা জানাই
তোমার ত্যাগে আজ বাঙালির ঘরে বাজে সুখের সানাই।
বুকে তোমার আঁকা ছিল বাংলাদেশের স্বাধীন ছবি
বঙ্গাকাশের অন্ধকারে তুমিই ছিলে আসল রবি।
কথায়-কাজে তুমিই ছিলে সত্যিকারের মহাকবি
নেই তুলনা জনমভরে গাইলে তুমি যে ভৈরবী।
নির্যাতিত এই জাতিকে স্বাধীনতার বোল শেখালে
কেমন করে রুখতে হবে- পিতার মতো পথ দেখালে।
তুমিই প্রথম দেখিয়েছিলে বাঙালিদের স্বপ্ন, আশা
স্বাধীন দেশে মুক্তভাবে চর্চা হবে নিজের ভাষা।
লক্ষ্যে তুমি অটুট ছিলে কারো ভয়ে যাওনি থেমে।
বাঘের মতো বুক চিতিয়ে লড়ে গেছো পথে নেমে।
অত্যাচারীর পতন হলো সাত কোটি প্রাণ উঠল হেসে
মুক্ত আকাশ মুক্ত বাতাস দুঃখ গøানি গেল ভেসে।
জন্মদিনে স্মরণ করি তোমার যত স্বপ্ন-আশা
স্বর্গ থেকে গ্রহণ করো এই হৃদয়ের ভালোবাসা।