আখতারুজ্জামান আশা
দেশদ্রোহী সব শকুনদলে
ঢুকে তোমার রাজমহলে
বহায় তোমার রক্ত-ঘাম;
জাতির পিতা বঙ্গবন্ধু
শ্রদ্ধাভরা লও সালাম।
চোখের জলে স্মৃতির পাতায়
এবং ছড়া, কাব্য খাতায়
বন্দি তোমার শান-কালাম;
জাতির পিতা, বঙ্গবন্ধু—-
শ্রদ্ধাভরা লও সালাম।
ফুল-পাখিদের গানে গানে
নদীর স্রোতের কলতানে
ভেসে বেড়ায় তোমার নাম;
জাতির পিতা বঙ্গবন্ধু
শ্রদ্ধাভরা লও সালাম।