জাহিদ আজিম
শতবর্ষের শুভেচ্ছা জানাই মহান নেতা তোমায়
বুকের সব ভালোবাসায়, যত ফুল বাগানে হাসে,
আনন্দমুখর হাজার গান রচিত হয়েছিল সেদিন
স্বপ্ন আশার ঝলমলে সূর্যটা উঠেছিল আকাশে।
দুঃখিনী বাংলা মা ধন্য হয়েছিল তোমায় বুকে পেয়ে
কোটি মজলুম তোমাতেই দেখেছিল মুক্তির আলো,
বিশ্বাস ছড়িয়েছিলে তুমি বাংলার পথে ঘাট জুড়ে
রচিত হবে নতুন এক দিগন্ত, মুছবে আঁধার কালো।
তুমি তো আপসহীন, দুর্দমনীয় অসম সাহসী বীর
বাংলা মায়ের সীমাহীন গর্বের ধন, শ্রেষ্ঠ রাজপুত্র,
আসমান সম বুকে সমুদ্রের মতোই বিশাল গর্জন
ঐ চোখে দুটোতে আঁকা ছিল স্বাধীন এক মানচিত্র।
লাল-সবুজ পতাকাটা তুমি দিয়েছো বাংলা মাকে
আজ আমরা ভাসাই পদ্মা-মেঘনায় স্বাধীন সাম্পান,
তোমার কীর্তি কি ফুরাবে হাজার গল্প-কবিতা লিখে?
বাংলার বুকে তুমি চিরকাল চিরঞ্জীব, অমর-অ¤øান।