কাজী মারুফ
খোকাখুকু জলদি আসো
সময় হাতে অল্প
শোনাবো আজ বঙ্গবন্ধু
শেখ মুজিবের গল্প।
গরিব-দুঃখীর বিপদকালে
বাড়িয়ে দিত হস্ত
দেশের প্রতি ভালোবাসা,
শ্রদ্ধা ছিল মস্ত।
ন্যায়ের পথে লড়তো সদা
মিথ্যা পায়ে দলতো
বক্ষ ভরা সাহস নিয়ে
বীরের মতো চলত।
একা একা সংগোপনে
দেশকে নিয়ে ভাবত
যার ভয়েতে পাকবাহিনী
থরথরিয়ে কাঁপত।
একাত্তরে তাঁর ডাকেতে
বাঙালিরা ছুটল
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে
বিজয়ের ফুল ফুটল।