শাহীন খান
মুজিব তুমি সাতনরি হার
আলোর বাহার
কুহুকুহু কোকিল
চন্দ্র তারা
গোলাপ চারা
পদ্ম ফোটা ঝিল।
মুজিব তুমি দ্বীপ্ত ভাষণ
মায়ের শাসন
স্বাধীনতার গান
স্বপ্ন দেখাও
বাঁচতে শেখাও
সতেজ করো প্রাণ।
মুজিব তুমি বুকের আশা
বাংলা ভাষা
সবার হিয়া মাঝে
দাও প্রেরণা
দাও চেতনা
দেশের সকল কাজে।
মুজিব তুমি শ্যামল ছবি
হাজার কবি
কাব্যে গাথা সুর
বাঁশের বাঁশি
মিষ্টি হাসি
ঝলমলে রোদ্দুর।