এস এম শহীদুল আলম
অপরূপ এই স্বদেশ বুকে বুলেট-বোমা পড়লো
অত্যাচারের কষাঘাতে ফুল-কলিরাও ঝরলো
লাশ পাহাড়ে কান্না-
বাকরুদ্ধ পান্না;
পাক হায়েনা বর্বরতার কু-ইতিহাস গড়লো!
ঐতিহাসিক কাব্য শুনে মুক্তিসেনা জাগলো
অসুর-শ^াপদ করতে ঘায়েল অস্ত্রহাতে রাগলো
মা-মাটির শুদ্ধে-
ন’মাসের যুদ্ধে;
দৈত্য-দানব এ দেশ থেকে লেজ গুটিয়ে ভাগলো!
বাঙালিরা বীরের জাতি- দস্যুপক্ষ মানলো
সূর্যসেনা আঁধার চিরে আলোরধারা আনলো
নতুন আলোর পদ্য-
ছন্দ অনবদ্য;
লাল-সবুজের গৌরবগাথা বিশ্ববাসী জানলো।