শঙ্খশুভ্র পাত্র
বঙ্গবন্ধু শেখ মুজিবুর সংগ্রামী এক নাম
বাংলাদেশের স্বাধীনতায় তাঁর যে অনেক দাম।
ভাবলে বুকে ডঙ্কা বাজে- শঙ্কা পালায় দূরে
আকাশ-বাতাস হাসতে থাকে সোনালি রোদ্দুরে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর- বাংলাদেশের গর্ব
তাঁকে ঘিরেই গড়ে ওঠে হরেকরকম পর্ব।
সর্বজনীন সে-উৎসবের আনন্দিত ধ্বনি
শেষ হয়েও শেষ হয় না, এমনই সিম্ফনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর- টুঙ্গিপাড়ার ভিটা
বাংলাদেশের নয়নমণি- তিনিই জাতির পিতা।
ভাবলে তাঁকে এই দেহমন- প্রত্যয়ে হয় দৃঢ়
দেশ ও দশের জন্য লড়ে হতেই হবে হিরো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর- হৃদয়পুরের পথিক
মুষ্টিবদ্ধ হাতখানি তাঁর, ঊর্ধ্বে, কীসের প্রতীক?
মেলাও তাঁকে ধানের শীষে- মেলাও তাঁকে গানে…
বাংলাদেশে তাঁকে ছাড়া- নেই যে কোনো মানে।