বাসুদেব খাস্তগীর
ইতিহাস বলে মুজিবের কথা
বলে নদী-গিরি-বন
মুজিব হৃদয়ে লেখা এক নাম
স্মৃতি জাগানিয়া ক্ষণ।
লাল সবুজের ওই পতাকায়
দেশের বারোটি মাসে
উড়ে উড়ে যেন সারা দিনমান
মুজিব স্বপ্ন হাসে।
ফসলের মাঠে কৃষকের হাসি
সুখ আনে অনাবিল
মুজিব কাব্যে এক যেন এক
সুখের অন্ত্যমিল।
কোথা নেই বলো মুজিবের নাম
মুজিব আপনজনা
তাঁর নাম বলে এ দেশের যেন
প্রতিটি ধূলিকণা।