সুপান্থ মিজান
একটি ছেলে টুঙ্গিপাড়ায়
মায়ের কোলে হেসেছিল
সেই হাসিতে মায়ের হৃদয়
সুখসাগরে ভেসেছিল।
একটি ছেলে ছোট্ট থেকে
দেশকে ভালোবেসে ছিল
এই কারণে অনেক বছর
কারাগারে ফেঁসে ছিল।
একটি ছেলে কিশোর থেকে
মুক্তির গান গেয়েছিল
গানের সুরে উথাল নদে
সোনার তরী বেয়েছিল।
একটি ছেলে মানবতায়
বিশ্ববাসী বেঁধেছিল
তাইতো তারই বিদায় বেলা
বসুমতী কেঁদেছিল।
এই ছেলেটি আর কে রে যার
হৃদয়নদী বহমান?
সেই হলোরে সোনার ছেলে
শেখ মুজিবুর রহমান।