জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে গত ১ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন এবং শিক্ষাচিন্তা : বর্তমান শিক্ষাব্যবস্থা, প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও শিক্ষাবিষয়ক মাসিক ম্যাগাজিন এডুকেশন ওয়াচের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুজিব শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মাহবুব লিটু। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান চান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশিষ্ট শিক্ষাবিদ ও এডুকেশন ওয়াচের উপদেষ্টা ড. অগাস্টিন ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতহাসবিদ ও সাবেক সচিব সিরাজুদ্দিন আহমেদ, প্রফেসর ড. হাবিবা খাতুন ও এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান। বিজ্ঞপ্তি।