কাগজ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের অপর কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের লিমিটেডের তিন লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পরিচালকরা। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালক মিসেস আনিতা হক, মিসেস আনিতা দাস, এ এইচ এম হাবিবুর রহমান, এ এইচ এম আব্দুর রহমান এবং মো. জাহাঙ্গীর ইয়াহিয়া ৩ লাখ শেয়ার ক্রয় করবে। যারা একই সঙ্গে প্যারামাউন্ট টেক্সটাইলেরও পরিচালক।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ডিএসইর পাবলিক মার্কেট থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।