মিরপুরের সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি-২০২০ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে গতকাল শনিবার ১৮ রানে হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শুরুতে ব্যাট করতে নেমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ করে।
জবাবে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ করে। খেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। বিজ্ঞপ্তি।