বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকা ইপিজেডের বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ সম্প্রতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম বীরপ্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে। শিক্ষার্থীরা প্রদর্শনের মাধ্যমে শৈল্পিকভাবে কিভাবে ‘খোকা থেকে মুজিব’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধ’ু হয়েছে তা তুলে ধরেছে। সম্প্রতি একইভাবে চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞপ্তি।