অদ্বৈত মারুত
সোনালি গাছটার কথা খুব মনে পড়ে ইদানীং
শৈশবে সাথী ছিল পুকুরে ঝুপঝাপ করে নামার।
এ জীবনে আর পেঁচানো হবে না তো গাভীটার শিং
জীবনটা সোনা নয়, রূপা নয়, হলো ঠিকই তামার!
আলসেমি বাদ দেবো- ভাবি, নামতা শিখব স্কুলে
প্রাইমারি ডিঙিয়ে মাধ্যমিকে যাব ফের একা একা
আহা! নদীটা পেরুবো প্রতিদিন জামা, প্যান্ট খুলে
গোধুলি আলপথ, তোমার জন্য এ মুগ্ধতা; লেখা…