আয়েশা মুন্নি
অস্তমিত সূর্যের পাহারায় অতৃপ্ত আত্মার কান্না,
হৃদয় ভাঙা সুরে দূরদর্শী দৃষ্টিক্ষুধা।
কবিতার গ্যালাক্সি জুড়ে বিস্তৃত
চিত্তছোঁয়া লাল সবুজের বৃত্তমুখ।
মলাট বন্দি ডায়েরির পাতায়
ভালোবাসার উপাখ্যান।
কত গল্প কবিতা উপন্যাসে দগদগে তাজা রক্তের ইতিহাস।
কলমের ছোঁয়ায় শব্দ বিস্ময়ে নতজানু চিরহরিৎ মায়া।
ক্রন্দসী চিত্ত, আজন্ম ঋণ
বিন¤্র শ্রদ্ধা রেখে গেলাম
নিরস্ত্র বুদ্ধিজীবীদের নিঃশ্বাসে…
মানচিত্রের প্রতি কোষে কোষে,
তাদেরই দগ্ধ রক্তাপ্লুত লাশে আমার আজন্ম ঋণ।
হৃৎপিণ্ডের নির্মম ক্ষরণে
ক্রোধের অনলে পোড়ে
হৃদয়ের অনুভূতিতে, গোটা মস্তিষ্ক জুড়ে
গন্ধর্ব উত্তেজনার ইতিহাস।