ফারহানা নিমগ্ন দুপুর
একদিন আমি সুখের ঘরে উঁকি দিয়েছিলাম
সুখ আমাকে চোর বলে তাড়িয়ে দিলো।
মন খারাপ করে আমি দুঃখের বারান্দার নিচ দিয়ে যাচ্ছিলাম
দুঃখ হাত নাড়িয়ে মুচকি হাসি দিতেই-
পাশের বাড়ির আনন্দ এসে আমাকে তাড়া করলো!
আমি হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছুলাম বিষাদের করিডোরে;
দেখি বিষাদ দুহাত বাড়িয়ে রেখেছে।
এখন আমি বিষাদের কোলেই আছি কারণ নিয়তির অসুখে ভোগা বিষাদের বাড়ি আমার একমাত্র সুখ নিরাময়কেন্দ্র।
আমি ভালো আছি।