আনোয়ার কামাল
শীতের কুয়াশামাখা রাতে
লেপ-কম্বলে আমার গভীর মিতালী
ভোরের কুসুমিত সূর্যের আভা
রোদেলা সকালকে হাতছানি দিয়ে ডাকে।
কুয়াশা ভেদ করে হালের বলদ নিয়ে
কৃষকের মাটির সাথে সখ্য করতে হয়
কিষানির আলপথে খাবার হাতে হেঁটে যাওয়া
দোয়েল শালিকের রোদে গতর শুকানো-
আমি দূর থেকে দেখি।
একদিন খুব সকালে কুয়াশা ঠেলে
ক্ষেতমজুরের সাথে মাঠে ছুটে গেছি-
ধানের চারার সাথে গড়েছি সখ্য।
এই শীতে-
আমি খুঁজে ফিরি তোমার ফ্যাকাশে মুখ
শীতের ভেতর খানিক উষ্ণতা মাখাতে।