শম্পা মনিমা
হারানো পয়সা খুঁজতে গ্রাম থেকে গ্রামে ফকির
সুর তুলে চলে, সহজ সুরে নতুন খুশি বিশ্বাস চায়
মাধুকরী আর কলঙ্ক ভোগরাগের গান নিয়ে
শেষরাতের পায়ে রাইকিশোরী দেহতত্ত্ব গায়
নতুন রসের হাঁড়ি গলায় ঝুলিয়ে রামধনু ছিঁড়ে
উন্মাদিনী আকাশছোঁয়া গলায় আকুলি বিলায়
শত শত ক্রোশ ঘুরে খোদার আকাশ জুড়ে
নানা ছলছুঁতো করে তিলকের দাগ বাঁধন কাটায়
শর্ত দিয়ে জানতে চায় অন্তর্যামী কোন নজরে
আকাক্সক্ষার শিশিরবিন্দু ব্র²সাঁই তীর্থে হারায়।